আমি খুঁজি বাঙলার ইতিহাস
আমি যাচি ভূমি, বড়ো নিরুপায় আজ।
ব্রিটিশের বিষদাঁত, নিজেদের দালাল
রেখেছে ছন্নছাড়া করে, হয়েছি কাঙাল।
বিদ্যা-বুদ্ধি-শিল্প-জ্ঞানে বাঙালী মহীয়ান্
সেই জাতির এমন দশা! কে দেবে খতিয়ান?
বুকের উপর পাথর চাপা–মীরজাফর নেতা
আজকের নয়, সে তো কয়েক যুগের ব্যথা।
কে বলে বেঁচে নেই বাঙলা ও বাঙালী!
আমায় কি চোখে পড়ে না তোমার? ওরে কাঁদালি।
দেশ আছে, জনও আছে, শুধু চলার বাকি
স্বপ্নের গাড়ি নিয়ে ঘুরে-ফিরি, মায়ের ছবি আঁকি।
আজ হোক, কাল হোক, মেলব ডানা একদিন
ওরে চেয়ে দেখ আর নেই বেশিদিন।