আমি বলিতে চাহি মনের গোপন কথা তব চরণ ধরি
হে প্রভু, অমৃত ভক্তিরস ঢালিয়া দেহ মোর হৃদয় ভরি।
জগতে যাহা সুন্দর-বিমল তাহারই আলোকের রেশে
মম জীবন পুণ্য করো – দুর্যোগ-দুর্গতি বিনাশে।
কী করিয়া পাইব তোমারে, কী করিয়া গাইব তব গান;
কী করিয়া হইব যোগী, কী করিয়া লভিব তব নাম?
কতক গোপন কথার ছলে আমি আসিয়াছি তব দ্বারে
কৃপা বলে ভরিয়া দেহ আজি এ মন দাসেরে।