যে জন ভুলে নিজ জন্মভূমি-মাতৃভাষা।
তুচ্ছ সে যে অতি, পামর খাসা।।
দম্ভের আতিশয্য প্রাণ-মন-ধন।
দুখের মায়া তারে বাঁধে অনুক্ষণ।।
মান-শান যা কিছু জোটে।
দুশমনের পসরা তা – হিংসায় কাটে।।
ইতর, নরাধম – সকল হীন অলংকার পাল।
তার শিরে শোভা পায় নিয়ত কাল।।
নিজ সত্তা ভুলে, পশুর কর্ম করে যে জন।
পাবে না পুণ্য মাটি সে – জানে সকল সুজন।।
ধিক্ ধিক্ করে সবে অমন মানবেরে।
নরকের কীট হবে সে তো মরণের পরে।।