যে বিচারক
তাকে নিরপেক্ষ হতে হয়,
কারো পক্ষ নিয়ে বিচার করা
কোনো বিচারকের ধর্ম নই।


সমাজে উটকো কিছু মানুষ এসে
নিজেকে বিচারক বলে দাবি করে,
অাদৌ কি তাতে সে
বিচারক হওয়ার যোগ্যতা রাখে?


বিচারক তো
সেই হওয়ার যোগ্যতা রাখে,
যে সবাইকে সুষ্ঠু বিচার পাইয়ে দেয়ার জন্য
নিজেকে সর্বদা কর্মরত রাখে।


যে সুষ্ঠু বিচারক
তার অনেক শত্রু হয় বটে,
তবে মিত্রের সংখ্যা অল্প হলেও
শত্রুর সংখ্যা ছাপিয়ে দেয়, তা মিথ্যে নই যে।


একজন বিচারকের বিচারকার্য
তখনই সম্মাননা পাই,
লোকে যখন সম্মুখে তার ভালো বলে
আড়ালে তেমনি তার ভালো চাই।