কাওকে ভালোবাসলে
তাকে সময় দিতে হয়,
তাকে বুঝতে হয়-
সে কি চায়?
নিজের ইচ্ছেগুলো তার উপর চাপিয়ে দিতে নেই-
তাকে স্বাধীনতা দিতে হয়।


কাওকে ভালোবাসলে
তার প্রতিটা কথা মন দিয়ে শুনতে হয়
ঝগড়া হোক-
এমন কোনো কথার জবাব দিতে নেই,
তার ভালো-খারাপ দু'টো কেই আপন করতে হয়।


কাওকে ভালোবাসলে
প্রতিশ্রুতি দিয়ে শুধু তাকে সান্ত্বনা দিতে নেই,
শক্ত করে হাতটা ধরে বলতে হয়
চলো আমরা এক্ষুনি আমাদের সম্পর্কের
একটা চিরস্থায়ী নাম দেই।


কাওকে ভালোবাসলে
মুখে দু'চার বার ভালোবাসি বললেই-
ভালোবাসার বহিঃপ্রকাশ হয়না,
মাঝে-মধ্যে একটু সময় করে
ভালোবাসার বিশাল আকৃতির সংজ্ঞা দিতে হয়।


কাওকে ভালোবাসলে
মাঝে মাঝে তাকে নিজ হস্তে-
সাজিয়ে দিতে হয়,
রাত জেগে তার সাথে-
অফুরন্ত প্রেমালাপ করতে হয়।
বলতে হয়,
তুমি শুধু আমার এই বুক পাজরে
চুপটি করে থেকো,
আমি তোমায়
আজীবন আপন করে রাখবো।