এটা মোদের কেমন নীতি?
ধর্ম নিয়ে বারাবাড়ি!
ধার্মিক লোকেরা কি
ধর্ম নিয়ে করে হানাহানি?
যার ধর্ম, সেই পালন করবে
তাতে মোদের কি'বা ক্ষতি হবে?
স্রষ্টাতো মোদের সৃষ্টি করেছে
সৃষ্টির সেরা জীব মানুষ রূপে,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনিওতো তার 'মানুষ' কবিতায় বলেছেন-
'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’
তবে মানুষে মানুষে কেনো এতো হিংসা-বিদ্বেষ?
কেন এমন ভেদাভেদ আর ক্লেশ?


তবে কি আমরা ধর্মের ভেদাভেদে
মোদের অস্তিত্ব যাচ্ছি ভুলে,
মানুষ রূপে আমরা কি অশ্র হচ্ছি তবে,
তাহলে আমরা মানুষ কিসে?
মানবতা যদি হারিয়ে যায়
ধর্মের এই দাঙ্গা-হাঙ্গামাতে!


ধর্মতো কোনো ব্যবসার ক্ষেত্রস্থল নয়
তবে ধর্ম নিয়ে কেনো এতো অভিনয়?


যারা অসাধু উপায়ে ধর্মটাকে কাজে লাগিয়ে, চাইছে বড় হতে
তারাতো যাচ্ছে বেচে, মাঝখান থেকে-
নিরীহ মানুষ গুলো যাচ্ছে ফেসে!


তবে আমরা কেনো ভুলে যায়, স্রষ্টার দেখানো পথ?
কেনো আমরা অনুসরণ করি অন্যের করা শপথ?
মোদেরতো দিয়েছেন স্রষ্টা বিবেক, বুদ্ধি সবি
তবে তা দিয়ে বিচার না করে,
কেনো অন্যের দেখানো পথে চলি?


সর্বোপরি বলতে চায়, "মানুষ আমরা সবাই",
তার চেয়ে বড় পরিচয়, আর কি'বা আছে ভাই-
এ-যে স্রষ্টার প্রদত্ত পরিচয়, "মানুষ আমরা সবাই"।