প্রিয়তমা
অন্যদের মতো নই,
তুমি আর আমি না হয়
প্রতি বিকেল বেলায়
কোথাও ঘুরতে বের হবো
আমাদের মতো করে।


তার জন্য
২০২১ সালের মতো করে
তোমায় সাজতে হবেনা,
পিঠ দেখা যাক
এমন কোনো মডার্ন পোশাকও
তোমায় পড়তে হবেনা,
তোমার অস্বস্তি হোক
তেমন কিছুই তোমার করতে হবেনা।


শুধু আমায় "উৎস্বর্গ" করে


তোমার চোখের কোনায়
একটু কাজল দিও,
কপালের মাঝখানটাই
একটা টিপ পড়ো,
ঠোটে না হয়
হাল্কা করে একটু লিপস্টিক দিও,
কান দু'খানায়
না হয় হাল্কা কিছুর দুল পড়ো,
দু'হাতে না হয়
অল্প কিছু চুড়ি পড়ো,
খোলা চুল নই
চুলগুলো না হয় বেধেই রেখো,
পায়ে না হয়
পায়েল পড়ো,
আর, মডার্ন কোনো পোশাক নই
আমার জন্য না হয়
শাড়িই পড়ো।


আর আমি
হলুদ পাঞ্জাবি আর
সাদা প্যান্ট না হয় পড়বো,
হাতে না হয়
একটি ঘড়ি পড়বো,
চুলগুলো একটু আচড়ে নেবো,
আর বেলী ফুলের মালা না হয় নিয়ে আসবো
তোমার খোপায় পড়িয়ে দেবার জন্যে।


তারপর দুজন মিলে,
কোনো দামি রেস্টুরেন্টের কোনায় নই, কিংবা
কোনো পার্কে।


খোলা আকাশের নিচেই না হয়
একে অপরের হাত ধরে
ফুটপাত দিয়ে হাটবো,
তখন তোমার যা ইচ্ছে হয়
বলো আমাকে,
আর আমি বার বার তোমায় ভালোবাসি বলবো