চঞ্চল বাতাস যেন হর্ষ


মন যেন হয় সুপ্ত বিমূর্ষ।।


ঠিক যেন হয় মনের কোলে


যেমন মেঘলা আকাশ টলে।।


ঝোড় হাওয়ার স্নিগ্ধ সুভাস


অতীত বেদনার দিচ্ছে আভাস।।


তবুও ফেরা যে তার বারণ


আছে শত শত জীর্ণ কারন।।


সময়ে যে দিয়েছে তাকে মুক্তি


পুনঃমন্থনের নেই কোন যুক্তি।।


হয়েতো আবার আসবে জ্বর


বৃষ্টিভরে ভিজবো বিভোর।।