হে মানব এখন এতো শঙ্কা !
বহু শত বৎসরের অপেক্ষার
না হয় অপেক্ষা করলে আরো কিছু দিন ।
তুমি তো এটাই চেয়েছিলে
বড়ো বড়ো কারখানা ঘরে
গোপন স্ফুলিঙ্গে শুধু শান দিয়েছিলে
হিংসার তলোয়ার !
ক্ষত বিক্ষত দেহ গোপনে গোপনে শক্তিহীন
ছোট এক জীবানুতে তটস্থ ।


অথচ
তুমিই নূতন নূতন মৃত্যুবাণ তৈরী করে
তুলে দিয়েছিলে ফ্রাঙ্কেনস্টাইনের দানবের হাতে।
ওহো কী দারুণ অনুভূতি !
আকাশের ধূসর ক্ষেত্রে
অদ্ভুত অদৃশ্য তুলিতে এঁকেছিলে
ক্ষমতার আসুরিক ছাপ
ভয় দেখানোর ভয়ংকর সর্বনাশ ।
এখনো ভাবছ নিজের প্রয়াস
মৃত্যুর মুহূর্তেও মৃত্যুর সংখ্যাতে
প্রতিহিংসা গ্রন্থিতে গ্রন্থিতে ।


আবারও !
যেসব গৃহে উপাস্য উপকরণ
দাবার নূতন চালে গোপন সমরে
নুতন নুতন অস্ত্রে আর বর্মে
সাজিয়ে রেখেছ তোমার ঘাতক সৈন্যদের
এখনও !
হে মানব এখনো এতো শঙ্কা !
কেন তুমি বলতে পারছ না নিজের বুকে হাত রেখে
বহু শত বৎসরে যা করেছি তা নিজের সর্বনাশ।


পি. কে. মণ্ডল
১৭/০৪/২০২০