পুরনো অভ্যাস ছাড়তে মন নাহি চাই
বৈশাখের প্রথম দিনে নিজেকে হারাই ।
পুরনো দুঃখ বেদনা মর্মাহত
করে তারা হৃদয়ে ক্ষতবিক্ষত ।


জীবনের স্বপ্ন মিশেছে হিংসার বিষে
রুচিহীন ধর্ম , কর্ম , ঘৃণা , বিদ্বেষে ,
মুছে যাক আছি এই বৈশাখী প্রভাতে
আগামী কাটুক সুখ শান্তির সাথে সাথে ।


ওঠো দেখো নতুন বর্ষের তরুণ তপন
এনেছে জীবনের নতুন কোনো স্বপন ।
নতুন শপথে দুর হোক তমসা প্রশয়
মানুষ আমরা শুধু এটাই হোক পরিচয় ।


[পয়লা বৈশাখ ১৪২৮, ইং ১৫/০৪/২০২১]