আপনারা আমাকে বলতে পারেন নাস্তিক
আমার নেই কোন আপত্তি ।
আমার ধারণায় যা সত্য তাইতো বলি
আমার নেই কোন বিপত্তি ।


আমার কাছে ঈশ্বর হলো এক চেতনা
সে পাপীদের রাখে কালো ।
অলক্ষ্যে সে কাজ করে যায় যেটা সে চায়
আর শুভাকাঙ্খীদের ভালো ।


বর্তমানে করোনা তবে করছে কি ?
কিছুই তো না শাস্তি ছাড়া ।
আমরা যারা করছি তারে অবহেলা
তার পদক্ষেপ দেখছে তারা ।


তথাপি সে কি ভালো কিছুই করছে না?
অবসরকে দিচ্ছে খুঁজে ,
পরিবারকে এক সঙ্গে রাখছে এক জায়গায় ,
সহকারী হচ্ছে বুঝে ।


আমরা যেসব হারিয়েছিলাম ব্যস্ততায়
পেলাম ফিরে তা অজান্তে ।
মায়ের আদর স্নেহ, পিতার ভালোবাসা
পারল কে ফিরিয়ে আনতে ?


দাদা-দাদির পাশে বসে সময় দেওয়া
আজ ব্যাপার কিছু নেই তাতে ।
প্রিয়তমার কাজের সাথে হাত লাগিয়ে
গল্পগুজব সাথে সাথে ।


ছেলেমেয়েদের খেলার সাথে সময় যায়
সবচেয়ে সুখী মুহূর্ত ।
সত্যি করে বলুনতো এসব আনল কে
চটকদার নয় মনোবৃত্ত ?


আচ্ছা,  করোনা কি করেছে অপরাধ ?
যুক্তি দিয়ে বোঝান আমায় ।
মানুষের প্রাণ নিচ্ছে কেড়ে অনেক করে
হৃদয়হীনতার নেই বালায় ।


বিশ্ব জুড়ে গোপনভাবে দিচ্ছে হানা
সে অনাহারের নির্মাতা
আরও একটি অভিযোগ, শোনা যায় প্রতিদিন
মহামারীর সৃষ্টিকর্তা ।


তাইতো ! করোনার তবে নেই কোন কাণ্ড জ্ঞান
আমরা ধোয়া তুলসী পাতা ?
যুদ্ধগুলো, যুদ্ধগুলো যা ঘটালাম
আছে কি তার মৃত্যু খাতা ?


নজর দুই প্রকৃতির  - আমাদের আর তার
দেখছি না কোন আলাদা ।
করোনা যদি সত্যিই হয় একটি ভাইরাস,
তবে আমাদের কোন্ সত্তা ?


কত শত জীবন হয়েছে জীবনহীন
আমাদের নিগূঢ় ধর্মের ?
ঈশ্বর কি অনুগ্রহে দেবেন তার  উত্তর
আমার এই মূর্খামি প্রম্নের ?


যেহেতু ঈশ্বরের কাজে প্রশ্ন রাখি,
নাস্তিক নামে প্রতিবাদী ।
আর, যেহেতু আশায় আমি রাখি আশ্বাস
আমি একজন আশাবাদী ।


৩০/০৪/২০২০