হাসতে গিয়ে খাচ্ছি হোঁচট
মনটা ভারাক্রান্ত ।
দিকে দিকে বিষাদ গুমোট
করোনা আক্রান্ত ।


আজকে দেখো হাসির দিনে
হাসছে অতিমারী ।
হাসি ভুলে কাশি দিলে
বন্ধু ছাড়াছাড়ি  ।


ঠাট্টা এখন শিকেয় তুলে
হাসির সাথে আড়ি ।
হাসি দিয়ে শরীর ছুঁলে
ফিরবে না সে বাড়ি ।


মুচকি হাসি লাজুক হাসি
সব হাসি আজ বন্ধ ।
চাঁপা হাসি শোনায় কাশি
পাচ্ছো কি স্বাদ গন্ধ ?


যে হাসিতে মুক্ত ঝরে
আজকে কেমন শান্ত ।
যে হাসিতে হৃদয় ভরে
সেও আজকে ক্লান্ত ।


চোখের বাঁকে হাসির ভাষা
বুঝেও অবুঝ লাগে ।
আশঙ্কা না ভালোবাসা
কোনটা বুঝি আগে ?


দাঁত খিঁচিয়েও হাসতে মানা
মুখে মুখোশ আঁটা ।
ভয়ের হাসি যাচ্ছে চেনা
করোনা যে কাঁটা  ।


হাসতে গিয়ে হচ্ছি কাহিল
কান্না সেথায় ব্যস্ত ।
লাশের পরে লাশের মিছিল
পৃথিবীটা ত্রস্ত ।


০২/০৫/২০২১