এক মুঠো পুরানো চিঠি
চলল উড়ে মেঘের পাড়া ,
ভুলে যেতে মন্দ স্মৃতি –
পেলাম না যে তোমার সাড়া ।


রাত দুপুরের দীর্ঘশ্বাসে
স্বপ্নে রঙিন কালির আঁচড় ,
অপেক্ষার মিথ্যা আশ্বাসে
অবহেলা করে আদর ।


পুরানো উদ্ভট অভ্যাসে
আমার প্রেমের চিন্তাধারা ,
চিঠিগুলো সব উচ্ছ্বাসে
চলল উড়ে মেঘের পাড়া ।


পি. কে. মণ্ডল