ঘুষ দিলেই চাকুরী হবে মেধা কিছু নয়
সবকিছই নাকি এখন ঘুষে রফা দফা হয়
বলছি আমলাদের কেন এমন মনে হয়
এবার তোমরাই বল-
এভাবে আর কতদিন চলতে দেওয়া যায়


টাকা পেলে চিকিৎসা হবে নতুবা নয়
মরে মরুক রোগী, তাতে কি আসে যায়
বলছি ডাক্তারসাহেবদের কেন এমন মনে হয়
এবার তোমরাই বল-
এভাবে আর কতদিন চলতে দেওয়া যায়


নামী দামী স্কুল কলেজ ফকির মিসকিনের নয়
এখানে পড়বে শুধু বড় লোকের সন্তানদ্বয়
বলছি মানুষ গড়ার কারিগরদের কেন এমন মনে হয়
এবার তোমরাই বল-
এভাবে আর কতদিন চলতে দেওয়া যায়


এপার্টমেন্ট ফ্লাট বাড়ী গরিবের জন্য নয়
ফুটপাত বস্তিতেই গরিবদের ভাল মানায়
বলছি বাড়ীওয়ালাদের কেন এমন মনে হয়
এবার তোমরাই বল-
এভাবে আর কতদিন চলতে দেওয়া যায়


শ্রমিকরা মাথার ঘাম ফেলবে শুধু পায়
শ্রমিকরা গোল্লায় যাক তাতে কার কি আসে যায়
বলছি শিল্পপতিদের কেন এমন মনে হয়
এবার তোমরাই বল-
এভাবে আর কতদিন চলতে দেওয়া যায়


মানুষকে মানুষ ভাবো অন্যকিছু নয়
নিজেকে বিলিয়ে দিয়ে দাও মনুষত্বের পরিচয়
সেদিন আর বেশি দূরে নয়
ভূক্তভোগীরা শিকল লাগিয়ে টেনে আনবে
সাধারণ জনতার কাঠগোড়ায়


রচনাকালঃ ০৬/০১/২০২১
স্থানঃ রামপুরা,ঢাকা।