লোকে বলে আমার আমার
আমিই আমার মালিক নই
সাড়ে তিন হাত দেহখানির
শুধুই বোঝা বই


আমার দেহের অঙ্গ সকল
একদিন আমায় যাবে ভুলে
বোকার মত থাকব চেয়ে
যখন তাদের জবান যাবে খুলে।


যা কিছু তোমার আমার
সবই ভাইরে মিছামিছি
আমার বলতে নাইরে কিছু
শুধুই করছি ঋষাঋষি।


মাটির গড়া দেহখানি
একদিন হবে যখন বিকল
পারবেনা আর রাখতে ধরে
বেঁধে দিয়েও শিকঁল!


আইছি খালি যাব খালি
মাটির দেহ মাটি্তেই যাবে মিশে
আমার বলতে নাইরে কিছু, তব
তোমার আমার অহংকার এত কিসে?


রচনাকালঃ১০/০৮/২০১৯
স্থানঃ রামপুরা,ঢাকা।