যুগযুগ ধরে বাংলার আকাশ মাটি
অন্ধকারে ডুবে ছিল
১৭ মার্চ ১৯২০ সাল
টুঙ্গিপাড়ার আকাশে একটি নক্ষত্র
জ্বলজ্বল করে উদিত হল
ধীরেধীরে নক্ষত্রটি চারদিকে আলো ছড়াতে লাগল
আলো ছড়াতে ছড়াতে একদিন
বাংলার আকাশ মাটি আলোকিত হল
এই নক্ষত্রের আলোতে একদিন জন্ম নিল
একটি লাল সবুজ পতাকা
পতাকার নিচে সেদিন সমবেত হল সাত কোটি মানুষ
সেই নক্ষত্রের আলোতে মানুষগুলো বেড়ে ওঠতে লাগল
চাপা কষ্ট থেকে বেড়িয়ে স্বস্থির দম ফেলল
বন্দীদশা মানুষগুলো
১৫ আগষ্ট ১৯৭৫ সাল
হঠাৎ ধানমন্ডির ৩২ নম্বরে নক্ষত্রটি অস্তমিত হল
ফের অন্ধকারে ডুব দিল স্বপ্নের ভূখন্ডটি
পতাকার নিচে আটকা পড়েছে এখন সতের কোটি
বাঙ্গালীর আকাশ ছোঁয়া স্বপ্ন।


রচনাকালঃ ১৪/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।