যাদের দাপটে কাঁপত অলি-গলি
কাঁপত রাজপথ
কেউ নেই রাস্তায়, সবাই গৃহবন্দী।
আমি আছি রাস্তায় একা একা
আমি এখন এই শহরের  রাজা।


রাস্তায় বাজেনা হাইড্রোলিক হরেণ
রাজপথে নেই পাজেরো মার্সিডিস গাড়ী
সন্তাসী চাঁদাবাজ নেই
রাস্তাগুলো অসহায় ফাঁকা
আমি আছি রাস্তায় একা একা
আমি এখন এই শহরের  রাজা।  


দু’হাত যে আমার শূণ্য
হন্য হয়ে খুঁজেছি অন্ন
কে দিবে আমায় পন্য
তবুও ঘুরছি কিছু পাওয়ার জন্য
যেথায় গিয়ে মিশেছে রাস্তা আঁকাবাকা
আমি আছি রাস্তায় একা একা
আমি এখন এই শহরের  রাজা।


কাঙ্গাল হলেও আমি আজ রাজা
রাস্তাঘাট সবই আমার দখলে
অভাব দোষে আমার স্বভাব নষ্ট
অন্নই জীবনের একমাত্র পন্য
অন্ন করেছে আমায় কাঙ্গাল থেকে রাজা
আমি আছি রাস্তায় একা একা
আমি এখন এই শহরের  রাজা।


রচনাকালঃ ০৬/০৪/২০২০
স্থানঃ মতিঝিল,ঢাকা।