আমি আমরা বিশ্ব মানবতা
তোমার দরজায় কড়া নাড়ছি
শত-সহস্রবার
তুমি কিন্তু ফিরে তাকাওনি একটিবার
কারণ-
তোমার অভিমান ছিল আকাশ চুম্বী!


তোমার আরশের দিকে জোড়াহাত তুলেছি
তোমার নামে মানত করেছি
শত-সহস্রবার
তুমি কিন্তু আমলে নেওনি একটিবার
কারণ-
তোমার অভিমান ছিল আকাশ চুম্বী!


তওবা করেছি সিজদা করেছি
চোখের জল ফেলেছি সবাই মিলে
শত-সহস্রবার
তুমি কিন্তু ক্ষমা করনি আমাদেরকে
কারণ-
তোমার অভিমান ছিল আকাশ চুম্বী


তুমি তোমার অভিমানে অটুট থাকো
আমাদের জন্য কারো অভিমান ভাঙ্গতে হবেনা
আর বাঁচতে চাইনা, এবার মরতে চাই
মৃত্যু দাও, সবাই এক সাথে মরব
কারণ-
আমাদের অভিমান আজ কানায় কানায় পূর্ণ!


রচনাকালঃ ১৬/০৬/২০২০
স্থান ঃ রামপুরা,ঢাকা।