স্বার্থের বেড়াজালে আবদ্ধ সব মানুষ  
নিজের বেলায় গুণেগুণে ষোল আনা
অন্যের বেলায় বেঁহুশ
বিবেক এখন কূলহারা খরস্রোতা নদী
উজানে দু’কূল ভাঙ্গছে যেমন নিরবধি
বিবেক পার করছে মহাবিপদ সংকেত
তাই সে দ্বিধা করে না করতে শীরচ্ছেদ
বিবেকের এ হারানো শূন্যতা
পাবে কি বল কভু পূর্ণতা ???


রচনাকালঃ ৫/৬/২০১৮
রামপুরা,ঢাকা ।