আমি পাহাড়ের চূঁড়ায় দাঁড়িয়ে সৈকতের দিকে তাকিয়ে;
আগামী বাংলাদেশের সোনালী স্বপ্ন বুনি
আমি নরকের বরফে থাকি যদি তবুও বাঙ্গালীদের জন্য
স্বর্গে শীতল ছায়াবৃক্ষ রোপন করিব
আমি অমাবশ্যার কালো রাতে পূর্ণিমার সঞ্চিত জোসন্না
বাংলার আকাশে বিক্ষিপ্ত করি
আমি ফুটপাতের বস্তিঘরে শুয়ে শুয়ে আধুনিক চির সবুজ
স্বপনীল বাংলাদেশের নকঁশা আঁকি
আমি আটলান্টিকে ভেলা থেকে বীর বাঙ্গালীর জনমজনম
বেচেঁ থাকার ইতিহাস রচনা করি
আমি মাটির পৃথিবী থেকে আসমানবাসীর সাথে; বাংলা
ও বাংলার মানুষের কথা বলি
আমি দেশের জন্য সব কিছু করতে পারি;দাফনের কাফন
খুলে মুর্দাকে জিন্দা করার মন্ত্র পড়ি!
আমার চিন্তা চেতনা আমার মন ও মননে শুধু বাংলাদেশ
আমার হৃদয় জুড়ে বাংলাদেশ,বাংলাদেশ,শুধু বাংলাদেশ।


১৩ নভেম্বর-২০১৯
রামপুরা,ঢাকা।