আমার কপাল বুঝি পুড়েছে
ছেলেটার লেখা পড়ায় একদম মন নাই  
রুজি রোজগারের বালাই নাই
  
যে যুগ পড়েছে বাপরে
টাকা কড়ি ছাড়া দুনিয়াটা অন্ধ  
প্রতিবেশীর পোলাপাইন চাইর হাতে কামায়  


শুনেছি আমার ছেলেটা নাকি কবিতা লেখে
আচ্ছা! কবিতা লেখে আমাদের কি হবে !  
কবিতায় কি ভাত সালুন দেবে  


জানো; মাঝে মাঝে আমার ভীষণ ভয় হয়
ছেলেটা গোল্লায় গেলোনাতো!  
না অন্য কিছু হয়েছে  


ছি! আমি মা হয়ে কি সব ভাবছি  
কোনদিনতো খারাপ কিছু দেখিনি
তাই যেন হয় খোদা
তোমার কাছে সপে দিলাম বুকের ধন।


রচনাকালঃ ২৯/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।