অতি আপন হতে গিয়ে তোমার
হলাম ভীষণ পর
আমার একূল-ওকূল দু’কূল গেল
ভাঙ্গল ভালবাসার ঘর


আমি সব হারিয়ে নিঃশ্ব  হলাম
নেইতো তুমি পাশে
আমার স্বাদের রঙীন স্বপ্ন এখন
জলে-স্থলে ভাসে


কোন দোষে যে দোষী হলাম
জানেনা এ মন
ভালবাসার অপরাধে লোনা জলে
ভাসছে দু’নয়ন


সদা বুকের মাঝে জ্বলে নিভে
প্রেমাগুনের ঢেউ
কাছে থেকেও তুমি আজ বহুদূরে
আমায় বুঝবে কবে  কেউ!


রচনাকালঃ ১৫/০৪/২০১৪
স্থানঃ জাপলং-সিলেট