আমি দুনিয়াদারী খুঁজি বেড়াই
তারে কোথাও খুঁজে নাহি পাই
কোথায় গেলে পাবো তারে
তাহার কোন হদিস জানা নাই।


মন বলে মোয় ওরে বোকা
কে দিয়েছে তোমায় ধোঁকা
তোর সর্বাঙ্গে যে বসত করে
এখনও তুই তারে চিনিস নাই।


মনরে বলি শোনরে মন
আমায় মিছা কেন কও
এত কাছাকাছি পাশাপাশি
তবু কেন নাহি তারে পাই


মন বলেরে শোন পাগলা
তোমায় কি করে সুধাই
যেদিন প্রেমের ষোলকলা পূর্ণ হবে
সেদিন হঠাৎ করে সে হাজির হবে ভাই।


রচনাকালঃ২৯/০৬/২০২০
স্থানঃ হাতিরঝিল,ঢাকা।