যুদ্ধ আমাদের সর্বদা তাড়া করে বেড়ায়
পাখি ডাকা ভোর হতে মধ্যে রাত অবদি
আমরা লক্ষ-কোটি অবুক্ষ যোদ্ধা
বিরামহীনভাবে যুদ্ধ করি।


কাস্তে,হাতুরি,শাবল এবং লাঙ্গল
এসব আমাদের জীবনমুখী অস্ত্র
ইটের ভাটা,শষ্যক্ষেত,হাওর-বাওর
এ সকল আমাদের যুদ্ধক্ষেত্র।


এই জীবন যুদ্ধে-
আমরা সর্বহারা,বাস্তুহারা!
আমরা নিঃশ্ব পথের পথিক!
মাথার ঘামটুকুই মোদের একমাত্র সম্ভল।


৭১ এ, মুজিবের ডাকে যুদ্ধ করেছি
দেশ স্বাধীন করার জন্য
এখন যুদ্ধ করি আমরা অবুক্ষ পেট
স্বাধীন করার জন্য।


যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!
আর কতকাল কতদিন চলবে জীবন যুদ্ধ?
আমরা কি পাবনা কোনদিন কোন কালে
বিজয়ের স্বাধ!

রচনাকালঃ ১৩/০৮/২০১৮
স্থানঃ রামপুরা,ঢাকা ।