সভ্যতা নামক অসভ্যতার পদচিহ্নের উপর দাঁড়িয়ে আছে
পৃথিবীর সকল মানুষ সকল জাতি।সভ্যতার বিষ দাঁতের
ছোবলে ব্যাপক পরিবর্তন সবুজের সমারোহ সেই পৃথিবী,
প্রকৃতির আশীর্বাদপুষ্ট সবুজ পৃথিবী এখন বদ মেজাজে
ঝড় জলোচ্ছাস বন্যা খরা হিস্র জানোয়ারের মত
প্রতিনিয়ত হানা দিচ্ছে মানুষের জান মালের উপর
আগ্নেয়াস্ত্র মরণাস্ত্র এবং পারমানবিক অস্ত্রের ব্যবহার
পৃথিবীকে ঠেলে দিচ্ছে খাদের কিনারে ।সবুজ বনাঞ্চল
এখন ইতিহাসের রুপ কথার গল্প মাত্র ।
জলবায়ুর পরিবর্তনে পৃথিবী হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র।
বাংলাদেশ হারাতে যাচ্ছে রক্তের দামে অর্জিত মানচিত্র।
সংকট উত্তরণের উপায় মানুষকেই খুঁজে বের করতে হবে ।
বাঁচাতে হবে এ পৃথিবীকে।নতুবা আগামী প্রজন্মের ইতিহাসে
আমরা চিহ্নিত হব চরম এক স্বার্থপর জাতি হিসেবে।


রচনাকালঃ ১০/০৭/২০১৮
স্থানঃরামপুরা,ঢাকা ।