তুমি যদি না থাক পাশে
না হয় একা একা রইব
তুমি যদি না দাও দেখা
না হয় একাকিত্ব বইব


তুমি না বাসিলে ভালো
কি করে সব সইব
বল কি করে সব সইব


তুমি যদি না বল কথা
না হয় একা একা কইব
তুমি যদি না ডাক আমায়
না হয় নিরবে নিবৃত্তে রইব


তুমি না বাসিলে ভালো
কি করে সব সইব
বল কি করে সব সইব


তুমি যদি না হও আমার
না হয় আমি তোমার হইব
তুমি যদি না আসো কভু
আমি বারেবারে যাইব


তুমি না বাসিলে ভালো
কি করে সব সইব
বল কি করে সব সইব


রচনাকালঃ ২৪/০১/২০২২
স্থানঃ রামপুরা, ঢাকা।