কি করে সেই তুমি আজ এতটা পাথর হলে
যে দু’টি চোখ তোমার একবার না দেখিলে আমায়
বুক ভাসাইতে নয়ন জলে
কি করে সেই তুমি আজ এতটা পাথর হলে


যে মুখখানি তোমার অবিরাম আমাকে ডাকত
ভালবাসি ভালবাসি বলে
কি করে সেই তুমি আজ এতটা পাথর হলে


যে সারাদিনে একবেলা আমাকে না দেখিলে
পাগলের মত ছুটে আসতে চলে
কি করে সেই তুমি আজ এতটা পাথর হলে


যে সারাক্ষণ বলতে তুমি আমার আমি তোমার
জীবনে মরণে কেউ কাউকে যাবনা ভুলে
কি করে সেই তুমি আজ এতটা পাথর হলে


রচনাকালঃ ২৩/০১/২০২২
স্থানঃ রামপুরা, ঢাকা।