মরার সাথে সাথেই অস্তিত্ব বিলীন হয় কীটপতঙ্গের
সৃষ্টির সেরা জীব বলে মানুষের তা শোভা পায়না।
মরার পরেও ছায়া মানুষ হয়ে যুগযুগ বাঁচতে হবে
মানুষকে।নিজের জন্য,সমাজের জন্য এবং আগামী
প্রজন্মের জন্য।এ লক্ষে মানুষকে তার জীবদ্দশায়
ধরাধামে কর্মবৃক্ষের বীজ বপন করতে হবে।
কর্মবৃক্ষের শাখা-প্রশাখা একদিন গোটা দুনিয়ায়
বিস্তৃতি লাভ করবে। জীবদ্দশায় রোপিত কর্মবৃক্ষই
মানুষকে পৃথিবীতে যুগযুগ বাঁচিয়ে রাখবে।


রচনাকালঃ ১৯/০১/২০২০
রামপুরা,ঢাকা।