নিঠুর বন্ধুরে ও বন্ধুরে
আমায় নিয়ে খেলছো তুমি এ কেমন খেলা
আমার বুক খালি করে
অন্যের বুকে বসাইছো প্রেমের মেলা


তোমার দিন কেটে যায় রং তামাসায়
আমার প্রেমের দড়জায় জুলছে কিসের তালা
অন্যের বুকে বসাইছো প্রেমের মেলা
আমায় নিয়ে খেলছো তুমি এ কেমন খেলা


আমার মনের খাঁচায় যতন করে
রাখলাম বন্ধু তোরে
খাঁচা ভেঙ্গে চইলা গেলি
আমার মনটা করলি ফালা ফালা


নিঠুর বন্ধুরে ও বন্ধুরে
আমায় নিয়ে খেলছো তুমি এ কেমন খেলা


আমার বুকের ভিটায় লাগাইছিলাম
ভালবাসার চারা
খোঁজ নিলে না একবারও এসে
আমার ভালবাসা করলি অবহেলা


রচনাকালঃ ০৭/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা