আমায় পাড়া পড়শি বলে
আমার নাকি বিদ্যা-বুদ্ধি
সবই গেছে জলে
লেখা পড়া শিখেও আমার
ভাগ্য গ্যাড়াকলে।


আমার স্বজনরা আমায় বলে
আমি আইএ, বিএ পাশ করিয়া
কেন গার্মেন্টস সেলাই করি
ভাল ছিল নাকি যাইতাম যদি  
জলে ডুবে মরি


লেখা পড়া শিখেও আমার
ভাগ্য গ্যাড়াকলে।


ভালো ছিল নাকি রিকশা বাওয়া
আমার বন্ধুরা সব বলে
গার্মেন্টসের নাম শুনিলে নাকি
ওদের গায়ে আগুন জ্বলে


লেখা পড়া শিখেও আমার
ভাগ্য গ্যাড়াকলে।


আমায় পাড়া পড়শি বলে
আমার নাকি বিদ্যা-বুদ্ধি
সবই গেছে জলে
লেখা পড়া শিখেও আমার
ভাগ্য গ্যাড়াকলে।


অপয়া তাই, হইবে না বিয়ে সাদী
সমাজের লোক বলে
সবাই মুখ লুকিয়ে পালায় ভয়ে
কোন অজুহাতের ছলে


লেখা পড়া শিখেও আমার
ভাগ্য গ্যাড়াকলে।


বলি শোন! খাদ্যে যেমন ক্ষুধা মিঠায়
শিক্ষায় জাগরণ
গার্মেন্টস তেমন মৌলিক চাহিদাসহ
করে সতীত্ব সংবরণ


নিন্দুকেরা এবার মন্ত্র শোন
জ্ঞাণীরা কি বলে
পেশায় কভু হয়না রে মানুষ
মানুষ কর্মফলে


লেখা পড়া শিখেও আমার
ভাগ্য গ্যাড়াকলে।


আমায় পাড়া পড়শি বলে
আমার নাকি বিদ্যা-বুদ্ধি
সবই গেছে জলে
লেখা পড়া শিখেও আমার
ভাগ্য গ্যাড়াকলে।


রচনাকালঃ ১৩/১১/২২
স্থানঃ রামপুরা,ঢাকা।