শোন হে পথিক!
প্লিজ! একটু দাড়াও!
জানি অনেক ব্যস্ত তুমি
কিন্তু কিসের এত ব্যস্ততা তোমার?
চলছে, চলবেই জীবনে শত আয়োজন
তাই বলে কি ভুলে যাবে অন্যের প্রয়োজন?


শোন হে পথিক!
তুমি আজ শিক্ষা-দীক্ষায় হয়ত মহা পন্ডিত
হয়ত জনপ্রতিনিধি নয়ত দার্শনিক
হয়ত তোমার ব্যস্ততা মিঠাতে আজ শত আয়োজন
তাই বলে কি ভুলে যাবে অন্যের প্রয়োজন?


শোন হে পথিক!
দেখনি তুমি অতীতের ধ্বংশের ইতিহাস
ক্ষমতা আর সম্পদে ওরা ছিল অন্ধ
কত রাজত্ব আর রাজ্য নিমিষেই শেষ
এত কিছুর পরেও এসব কিসের আয়োজন
কি করে তুমি ভুলে যাবে অন্যের প্রয়োজন?


শোন হে পথিক!
আমার ভিতরে অন্যজন করে বাস
অন্যের ভিতরে আমি করি বিরাজ
এটাইতো জীবনের লীলাখেলা
এটাইতো স্রষ্ঠার চিরাচরিত বিধান
কি করে তুমি ভুলে যাবে অন্যের প্রয়োজন?


রচনাকালঃ ২০/০২/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।