মানুষ সৃষ্টিকর্তার একটি সৃষ্টি জীবমাত্র
এরা নিজেদের খুব বুদ্ধিমান বলে মনে করে
সামান্য শক্তিবলে নিজেদের ক্ষমতাধর ভাবে
জ্ঞাণ-বিজ্ঞাণের উৎকর্কতার অর্জন মানুষের কাছে
প্রভুর আর্শীবাদের পরিবর্তে নিজেদের প্রভু বলে মনে হচ্ছে।
মানুষ বড়ই স্বার্থকেন্দ্রিক অকৃতজ্ঞ এবং সুযোগ সন্ধানী
স্রষ্ঠার দানে পরিপূর্ণতা অর্জন করে মানুষ অমানুষ বনে গেছে
অহঙ্কার মানুষকে সৃষ্টি ও স্রষ্ঠার মধ্যকার ব্যবধান ভুলিয়ে দিয়েছে
খোদাপ্রদত্ত জ্ঞাণটুকু পুঁজি করেছে মানুষমাত্র আর সামান্য
এ জ্ঞাণের দাপটে মানুষ স্রষ্ঠার অস্তিত্ব অস্বীকার করে বসেছে।
সৃষ্টিকর্তা মানুষের ব্যবহারে অসন্তুষ্ঠ এবং ক্ষুদ্ধ
আজ প্রত্যেকটি মানুষকে স্বীয় কর্মকান্ডের মূল্য দিতে হচ্ছে
মানুষের প্রায়াচিত্ত করার এখনই বোধহয় উপযুক্ত সময়।



রচনাকালঃ ১০/০৪/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।