ফুলকে আমি ছুঁয়ে দেখিনি কখনও  
যতবার ফুলকে ছুঁতে গেলাম  
বারবার আমাকে খালি হাতে ফিরতে হয়েছে
ফুল নতজানু হয়ে আমাকে বলল-
আমার জন্ম বাগিচার সৌন্দর্য বর্ধন করা  
আমাকে ছিড়ে তোমার লাভ কি?  
তুমিতো ক্ষণিকের জন্য ব্যবহার করে
আমাকে ডাস্টবিনে ছুড়ে ফেলবে
বরং প্রজাপতি আমার পাঁপড়ির উপর বসলে
কিছুক্ষণ অনন্তত নিরাপদ বোধ করি
আর ভ্রমরের কথা বল যদি; ভ্রমর এসে
মধু পান করলেও বিনিময় গান শুনিয়ে যায়তো!
কিন্তু ভাই নিজেকে শেষ করে তোমাকে বিলিয়ে দিলে
আমার ফায়দা কি বল! তুমি কি প্রতিদান দিতে পারবে?  


রচনাকালঃ ৩০/০৯/২০২০
রামপুরা,ঢাকা।