একটি পতাকা উড়াব বলে
রক্ত দিয়েছি!রক্ত!
পথে-প্রান্তরে মাঠে-ঘাটে রক্ত!
কত মানুষের রক্ত!
একটি সূর্য উঠবে বলে
জীবনকে করেছি রক্তাক্ত!
মা-বাবা,ভাই-বোনের রক্ত!
কত স্বজনের রক্ত!
একটি মানচিত্র গড়ব বলে
ঢেলে দিয়েছি রক্ত!রক্ত!
খাল-বিল লাল হয়েছে রক্তে!
মানুষের তাজা রক্তে!
একটি দেশ বাঁচাবো বলে
জীবন দিয়েছি জীবন!
পদ্মা মেঘনা যমুনায় বইল প্লাবন
রক্তের প্লাবন!
ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর
দু’লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়
পেলাম একটি দেশ! বাংলাদেশ!!
রক্তের বাংলাদেশ!স্বাধীন বাংলাদেশ!!


রচনাকালঃ ১৬/১২/২০১৯
স্থানঃরামপুরা,ঢাকা