এক মুঠো পান্তাভাতে শুকনো লঙ্কা দিয়ে চেটেপেটে উদার পূর্ন করি
বরোমাস আমরা বাঙ্গালীরা
একটি মার্কিন কাপড়ে মাথার টুপি থেকে পায়ের মুজা অব্দি পরিবারের
সবার ছতর রক্ষা করে চলি নিত্য
পরের বাড়ির ভাড়া ঘরে লাইনধরে নাওয়া-খাওয়া রান্না-বান্না করছি
মাথার্ উপর মাথা দিয়ে ঘুমাচ্ছি
মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙ্গা শ্রম দিয়ে নাম মাত্র মায়না দিয়ে
পরিবার নিয়ে সুখে হাবু-ডুবু খাচ্ছিলাম।
চাইনি কখনও ইউরোপ আমেরিকায় আল্যিশান বাড়ি বানিয়ে আয়েশে
জীবন যাপন করতে।
চাইনি কখনও সোনার থালায় চাইনিজ তুলে হীরার চামচে পায়ে পা ফেলে
রাজা-বাদশাহর মত আহার করতে
শুধু চেয়েছি ঝুপড়ি ঘরে পান্তাপানি খেয়ে হলেও পরিবারের হাসি মুখটা
দেখতে, তা আর হল কই।
বাঙ্গালীদের মুখে ঐ পান্তাভাতের হাসিটুকু নেই আতঙ্কে প্রহর গুনছে,কারণ
বাঙ্গালীরাদের উপর নজর পড়েছে ঐ রাক্ষসী করোনার।


রচনাকালঃ ২১/০৩/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।