কোন একদিন আমরা নাকি ছিলাম ভিন্ন একটি জগতে
যে জগতের নাম রুহের জগত
সেদিন প্রতিপালক নাকি সকল রুহকে প্রশ্ন করেছিলে-
বিরাব্বিকুম? কালু বালা।’ অর্থাৎ- আমি কি তোমাদের রব বা প্রতিপালক নই?
সমস্ত রুহ সেদিন একসঙ্গে উত্তর দিয়েছিল, হ্যাঁ।
অর্থাৎ-রুহ এক বাক্যে বলেছিল-তুমিই আমাদের একমাত্র প্রতিপালক।  


কিন্তু কেন প্রতিপালক সেদিনের ঘটনা স্মৃতি থেকে আড়াল করে রেখেছেন?
কেন সেদিনের কথপোকথনের চিত্র মানুষের স্মৃতি থেকে মূছে দিয়েছেন?
মানুষ যদি সেদিনকে নিয়ে আঙ্গুল তুলে,তুমি কি জবাব দিবে,বল প্রভু?
রুহের জগতের অজানা রহস্যের দ্বার তোমাকেই উন্মোচন করতে হবে।


এ রহস্য নিয়ে মানুষের মনে হাজারো প্রশ্ন জমাট বেঁধে আছে
ইহকালীন কৃতকর্মের চিত্র পরকালে মানুষেরে সামনে উন্মোচিত হবে
রুহের জগতের ধারণকৃত চিত্র আজ কেন স্মৃতিতে ধরা দিচ্ছেনা?
তুমি বল কেন মানুষের স্মৃতিকে ভোঁতা করে রেখেছো?
তুমি জবাব দাও। নতুবা মানুষের পাপের বোজা দিনদিন ভারী হতে থাকবে।


রচনাকালঃ ০৫/০৭/২০২০
স্থান।রামপুরা,ঢাকা।