শান্তি নেই, চারদিকে শুধু অশান্তি, চরম অশান্তি
সারা দুনিয়া অশান্তির কালো মেঘে ছেয়ে গেছে
পরিবার থেকে সমাজ রাষ্ঠ্র সর্বত্র অশান্তি বিরাজ করছে
ক্ষমতার দ্বন্ধ, সম্পদের লড়াই, আবার কোথাও অস্ত্রের মহড়া
এসবের যাতাকলে শান্তি নামক শব্দটি এখন উধাও
মানুষ ক্রমাগত স্বার্থবাদী হয়ে ওঠেছে
স্বার্থ কেন্দ্রিক বেপরোয়া নীতির গ্যারাকলে প্রতিটি মানুষ জিন্মি
ক্ষমতাধর স্বার্থন্বেষীদের খামখেয়ালীপনার জন্য গোটা পৃথিবী এখন উত্তপ্ত
আজ পরিবেশ বিপন্ন। জলবায়ুর পরিবর্তনে পৃথিবীর ভবিষ্যৎ খাদের কিনারায়।
আসুন অন্তত বছরের একটি দিন নিজেকে অন্যের জন্য উৎসর্গ করি।
আসুন ভেদাভেদ স্বার্থপরতা ভুলে সকলে মিলে শান্তির ছায়াতলে এক্যবদ্ধ হই
আসুন সবাই মিলে পৃথিবীকে বাঁচাই,পৃথিবী বাঁচলে মানুষ বাঁচবে
আসুন আগামী প্রজন্মের অভিশাপ থেকে নিজেদের দায়মুক্ত করি।
এটাই হোক আমাদের লক্ষ্য, এটাই হোক আজকের অঙ্গিকার
মানুষ মানুষের জন্য। মানুষের জন্য শান্তি কাম্যই হোক আমাদের মূখ্য উদ্দেশ্য।


রচনাকালঃ ১৩/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা