মাতৃভাষায় ভাব প্রকাশ এবং মাতৃভূমিতে অবাধ বিচরণ
প্রত্যেক মানুষের জন্মগত অধিকার
স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলার মানুষ
এ দু’টোঅধিকার থেকেই বঞ্চিত ছিল
দীর্ঘ আন্দোলন সংগ্রামে লাখো শহীদের আত্মাহুতির ফসল
আজকের বাংলাভাষা, আজকের বাংলাদেশ।
ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী
শহীদগণই বাঙ্গালী জাতির অনুপ্রেরণা
যুগ থেকে যুগান্তর প্রযন্ম থেকে প্রযন্মন্তরের সকল মানুষ
শহীদদের রক্তের কাছে চির ঋণী
ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি জাতির চেতনায়
চির ভাস্কর হয়ে থাকবে কাল অনন্তকাল
প্রতিদিন প্রতিক্ষণ এই সূর্য সন্তানদের প্রতি রইল বাঙ্গালী জাতির
বিনম্র সালাম প্রণাম এবং ভক্তিভরা শ্রদ্ধাঞ্জলি।


রচনাকালঃ ২১/০২/২০২০
স্থানঃ রামপুরা, ঢাকা।