পাপের দরিয়ায় হাবু-ডুবু খাই ওগো দয়ালসাঁই
আসমান জমিন ভরছি পাপে জায়গা খালি নাই
সগিরা কবিরা জানা-অজানা হাজার কোটি পাপ
বস্তায় বস্তায় করছি কামাই কেমনে হবে মাপ


সুদ ঘুষ হারাম খাদ্যে উদার করেছি পরিপূর্ণ
অপরাধের রাজ্য গড়েছি ন্যায়ের পাল্লায় শূণ্য
শিরক কুফরি যেনা ভ্যাবিচার করেছি বেদায়াত
জীবন সায়াহ্নে এসে তোমার কাছে চাচ্ছি হেদায়াত।


শফত নিলাম করবোনা আর অপরাধ, দূর্ণীতি
মানুষে মানুষে রাখব সদা সদ্ভাব সম্প্রীতি
করবনা আর জোড়-যুলুম ক্ষমতার অপব্যবহার
রাষ্ঠ্রের সম্পদ করবনা হরণ করবনা চোরা কারবার


জানি মদ জুয়া নারী ধর্ষণ মস্ত বড় পাপ কাজ
হিংসা বিদ্বেষ পরনিন্দা সবকিছু ছেড়ে দিলাম আজ
ছোটদের স্নেহ আর গুরুজনকে করব সদা ভক্তি
করবোনা কাউকে অবহেলা করবোনা কখনও বিরক্তি


পিতামাতার করব সেবা মানিব আত্মীয় পরম ধন
এতিমের হক করবনা নষ্ট এটাই আজকের পণ
পাড়া প্রতিবেশীর সাথে করব সদ্বব্যবহার
মানুষকে মানুষ ভাববো কখনও করবনা পর


তুমি অসাধ্যকে কর সাধ্য তুমি করুনাময়ী
বান্দার কোন কিছু নাই গোপন তুমিই অর্ন্তজামী  
সকল শূণ্যতা পূর্ণতায় ভরিয়ে দাওগো প্রভু তুমি
কখনও আর করবোনা পাপের পূনরাবৃত্তি আমি

রাজা বাদশাহ যাইবলি আসল রাজা তুমি
সব কিছুই মিছামিছি এবার বুঝেগেছি আমি
তুমিই মালিক তুমিই খালিক তুমিই বান্দার সব
তুমি একক তুমি অদ্বিতীয় তুমিই একমাত্র রব।



রচনাকালঃ ২০/১০/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।