সোজা পথে আছে আলো
উল্টোপথে আঁধার কালো
সোজা পথ ছাড়িয়ারে মন
কেন উল্টো পথে হাঁটো?


সৎ সঙ্গে স্বর্গবাস
অসৎ সঙ্গে নাকি সর্বনাস
সৎ সঙ্গ ছাড়িয়ারে মন
কেন অসৎ সঙ্গে বান্দো জোটো?


ভাল কাজে আত্মায় শান্তি
মন্দ কাজে বাড়ে ক্লান্তি
ভাল কাজ ছাড়িয়ারে মন
কেন মন্দ কাজে ছুটো?


নিজের জিনিস অল্পও ভালো
পরের জিনিস সাদাও কালো
নিজের জিনিস ছাড়িয়ারে মন
কেন পরের জিনিস লুটো?


রচনাকালঃ ২৯/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা