ভাইরাস শব্দটি ল্যাটিন ভাষা হতে নেওয়া যার অর্থ-বিষ
এটি আণুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী একটি জৈব কণা
ভাইরাস অতিক্ষুদ্র যা এক ইঞ্চির আড়াই কোটি ভাগের এক ভাগ তুল্য
ব্যাকটেরিয়া অপেক্ষা ক্ষুদ্র বলে একে খালি চোখে দেখা যায়না
আকৃতিতেও আছে এর ভিন্নতা যেমন-গোলাকার, দণ্ডাকার, সূত্রাকার
বসন্ত, জলাতঙ্ক, জন্ডিস, ডেঙ্গু, ভাইরাল ডায়ারিয়া, সাধারণ ঠান্ডা
এইডস, ইনফ্লুয়েঞ্জা, হাম, হেপাটাইটিস, এবং ক্যান্সারের মত
জটিল এবং কুটিল রোগের বাহক এ ক্ষুদ্র জীবানু বা বস্তুটি
কখনও কখনও  ভাইরাস মহামারি আকার ধারণ করে
করোনা ভাইরাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে
যার আতঙ্কে মানুষের নাওয়া খাওয়া এবং ঘুম হারাম
যেখানে প্রাণের অস্তিত্ব বিদ্যমান সেখানে মরণ আবশ্যিক
যা সৃষ্টিকর্তার অমোঘ বিধান।
মৃত্যু ভয়ে হাত-পা  গুটিয়ে বসে থাকা কোন সমাধান নয়, বরং
অধিক সাবধানতা অবলম্বনের মাধ্যমে ভাইরাসকে করতে হবে জয়।


রচনাকালঃ ০২/০৩/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।