ভয় আমাকে শিক্ষা দিল
সদা সত্য কথা বলতে
মিথ্যাটাকে পায়ে দুলে
সদা সঠিক পথে চলতে।


ভয় আমাকে জ্ঞাণ দিল
নিজেকে মানুষ করে তুলতে
নিজের করে দেখো সবি
সবার আগে স্বার্থটাকে ভুলতে।


ভয় আমাকে সাহস দিল
বাঁচার মত বাঁচতে
বিপদ আপদ যাই থাকুক
মন খুলে হাসতে।


ভয় আমাকে আদেশ দিল
ধর্ম-কর্ম করতে
ধর্ম-কর্ম না করিলে
মহামারিতে মরতে।


ভয় মানবতাকে জানান দিল
মানুষ মানুষের জন্য
মানুষকে যারা মানুষ ভাবেনা
মানুষ বলে নয় তারা গণ্য।


রচনাকাল: ২৪/০৬/২০২০
স্থান: রামপুরা,ঢাকা।