রঙিন পৃথিবীর সে রঙিন আলোয়
মুক্ত বাতাসের খোঁজে আকুল এ প্রাণ,
চেনা শহরের মাঝে চেনা মানুষের দল
আকাশ ছোঁয়ার এক সুতীব্র আহ্বান।
ডানা ঝাঁপটিয়ে পাখিরা উড়ে যায় দূর দিগন্তে
ঠিক তেমনিভাবে মাথার ভেতর ঘোরে স্বপ্ন,
আপন আবেশে মগ্ন হয়ে থাকি অবিরাম
চির সবুজ রঙিন অনুভূতিগুলো বাঁধ মানে না।
আসবে দিন আসবে মধুর বাঁশি বাজিয়ে
হাসবে সে হাসবে আপন আলো সাজিয়ে,
স্বপ্নগুলো ভীষণ গাঢ় মিশ্র সকল অনুভূতি
আকাশপানে দৃষ্টি উদাস তপ্ত হল সকল জ্যোতি।
কর্ম দৃঢ় চিত্ত আপন মনটা ভারী শক্ত রতন
আকাশ ছোঁব মেলব ডানা উড়াল দিয়ে যখন তখন।
ভাঙ তবে জড়ার দেয়াল শূণ্য করে কালো খেয়াল
সৃষ্টি করে রঙিন পাখা হৃদয় হবে স্বপ্ন আঁকা,
তোমার ছবি তোমার রবে কবি তুমি জনমপানে
কতই বাঁধা লড়বে কঠিন জীবন হবে ভীষণ মলিন।
হাল ছেঁড়ো না রাস্তা বাঁকা শৃঙ্খলেতে অগ্নি আঁকা
শক্ত করে জাপটে ধরে বিজয়টাকে সঙ্গী করে,
আপন আলোয় উদ্ভাসিত স্বপ্ন যত উদযাপিত
জয়ী হয়ে বিজয়মাল্য তুলবে গলায় জ্বলবে আলো।