দিনটা ছিল রবিবার
কথা ছিল তোমার সাথে দেখা হবার,
ভীষণ উত্তেজিত আমি
কি হবে,কি বলবে!
কতই চিন্তা,কতটাই বা আমার
সকাল থেকে উদাস আমি,
দিন গড়িয়ে যাচ্ছে তো যাচ্ছেই
কেন আসছে না সে মাহেন্দ্রক্ষণ!
দেখব তোমায় লাগবে ভীষণ
অবশেষে এল সে সময়,
বাজল রঙিন সুর
তোমায় দেখব পরানভরে।
কতই না লাগবে সুমধুর
কি পরে আসবে তুমি?
কেমনই বা দেখাবে তোমায়?
আমি কি ঠিকঠাক কথা বলতে পারব!
নাকি চুপটি করে একটি কোণায়
শুধুই বসে থাকব!
তুমি কি বলবে আমায় আপন মায়ায়
যা কিছু চাই জানতে,
নাকি আমার মতই চিন্তা নিয়ে
তাকিয়ে থাকবে ফ্যাল ফ্যাল করে!
ওমা একি হল বল!
প্রাণোচ্ছল কি হাসি তোমার
জ্বলছে শুধুই আলো,
বসলে পাশে আলতো করে
মুখে মিচকি হাসি,
কথার খই ফুটছে শুধুই
মনে বাজছে বাঁশি।
সময় কখন ফুরিয়ে গেল
হদিসই পেলাম না,
মিষ্টি তোমার কথাগুলো
যেমন মিষ্টি হাসিটা।
এরকমই থেকো তুমি
বদলে কি আর হবে,
হয়তোবা  আমার পানে
তোমার হৃদয় জায়গা করে নেবে।
ভাল থাকাই বড় কথা
যেই না থাকুক পাশে,
হাসি খুশি রয়েই জীবন
কাটাও পরম আঁশে।