তীব্র রোদে পিচের রোডে
মূর্তিছায়া বিশাল ফ্রেমে,
সবটা যেন একই রকম
কল্পনা নয় এটাই জীবন।
কাজের গোচর ফলের আশায়
তৃষ্ণা ভীষন পানের নেশায়,
রঙের ছটা মনের মাঝে
বাস্তবতা সদাই হাসে।
তীর্থ পথে যাত্রা মাঝে
পথচ্যুত সাঁঝের শেষে,
পিছন ফিরে চোখ বুলিয়ে
হিসেবগুলো যায় গুলিয়ে।
পাবার যাহা ছিল সবই
বিলীন হয়ে শূণ্যে যাবি,
হালকা হাসি বিশের বাঁশি
মুখোশ খুলে মৃদু কাঁশি।
ভাগফলেতে ভাগশেষ নেই
বুকের মাঝে হাসফাস নেই,
লক্ষ্য যখন পূরণ হবে
অতীত সবই মলিন হবে।
একটু দূরে ব্যার্থ মানব
হিংসে করে যখন তখন,
ধুর যা ছাই
কি আসে যায়?
নিজের কর্ম নিজের ফল
থোরাই কেয়ার পরের বল,
আলোকছটা নিজের মাঝে
জগত খোঁজে হন্নে হয়ে।