সমাজ তুমি নষ্ট বড়
ঘোমটা দিয়ে আঁচল ছাড়ো,
মুখোশ তোমার ভীষণ গাঢ়
আলোে ছলে অন্ধ আরো।
বেশ্যা তুমি মলিন আবেশ
ভাবটি নিয়ে হও দরবেশ,
মুখোশ খোল জ্বালো আলো
কেটে যাবে অন্ধ কালো।
পেটের দায়ে দেহ দিলেই
বেশ্যা সে না হয়,
ঘোমটা দিয়ে মুখোশ নিলেই
বেশ্যা তারেই কয়।
বক্তা স্বাধীন হয় বলিয়ান
সমাজ ভীড়ে হয় যে বিলান,
যারাই হবে তোষামুদে
সমাজ ছলে বীর যে রবে।
চোখটি খোল সময় হল
সঠিক মানুষ চিহ্ন কর,
মুক্তি হবেই জ্বলবে আলো
প্রতিবাদের স্লোগান জ্বালো।