অসুস্থ সময়ের কালোথাবায় দিকভ্রান্ত মস্তিষ্ক
সমাধানের খোঁজে বিষন্ন চারপাশ ছটফট সবসময়,
অস্পষ্ট ভবিষ্যতে জরা সরার কালোথাবার আর্তনাদ
জীবন মৃত্যুর দূরত্বটা বেশ কমিয়ে দেয়,
অন্ধকারের তীব্র শক্তি আলোকে গ্রাস করেছে
ক্রান্তিকাল কি জীবনের প্রকৃত অর্থের জানান দেয়?
ছন্দের মিলন ঘটানোর চেষ্টায় অবিরাম আকুতি
দিনশেষে কি আমাদের পরিবর্তন আদৌ সম্ভব?
মুক্তি কি অদূর ভবিষ্যতে লুকায়িত নাকি শুধু কল্পনা?
নিজেদের জায়গা থেকে তাই এঁকে যাই নিজেদের আল্পনা।
পরিবর্তনের শুরু হোক নিজের থেকে ফাঁপা বুলির অবসান
প্রার্থনা ওই আকাশপানে মিলবে কবে সমাধান?
সাধনায় মগ্ন হয়ে উপলব্ধির আলোর মিছিল
সাজবে ধরা নতুন করে শুনব পাখির কিচির মিচির।