পাশার মত ঘুরছে জীবন মৃত অনুভূতি
অন্ধকারে ঘুচল এবার তোমার চোখের জ্যোতি,
কখনোবা ছক্কা বিশাল সুখের অনুভূতি
তারই পরে কানার ঘোরে শূণ্য হল গতি।
ঘুরছে জীবন চক্রাকারে শুরু থেকেই শেষ
নতুন করে ভাবার আগেই ম্লান হল বেশ,
চিন্তা গভীর বদলাবে সে গোলকধাঁধাঁর জাল
দিনশেষে সব আগের মতই লক্ষ্য শুধুই কাল।
সময় আছে বেরিয়ে পড় জানালাগুলো খুলে ধর
নয়তোবা তোর মনের মরণ হবেই হবে এবার,
কিসের দ্বিধা কিসের ক্ষুধা?
লাল নীল সব বাতি।
বদলে দেয়ার সময় এবার
ছিনিয়ে নেবার গতি,
আশা সবই আঁকে ছবি
বদল হবে এবার,
জীবন পাশা গর্জে উঠে
ছয় হাঁকাবে সবার।