বিশ্ব গেল রসাতলে ঠাট্টাছলে হাসি
কর্মফলের ভুক্তভোগী হল বিশ্ববাসী,
প্রকৃতি নয় হাতের মোয়া তোমার কথার দাসী
যেমন চাবে তেমন হবে মুখ বুজে সব সয়ে যাবে।
সময় আছে চোখটি খোল
নইলে হব এলোমেলো,
কিবা হবে অস্ত্র দিয়ে
জীবন যদি নাইবা থাকে?
সকল শাস্ত্র উগলে দিয়ে
পারছ কি আজ লাগাম দিতে?
সময়টা আজ বড়ই মলিন
তবে কি হবে মানব বিলীন?
মানবজাতি হও সাবধান
অত্যাচারী হয় যে বিলান।
নিজের যেমন যত্ন কর আগলে রাখ জীবন
তেমন করেই প্রকৃতির কর সঠিক মূল্যায়ন,
অনেক হল উন্নতি আর ক্ষমতারই রোদন
সময় হল প্রকৃতির সাথে হবে করমর্দন।
হিংসা ভুলে ভালবাসার নীতি মেনে চল
গাছটি লাগাও বাস্তু গড় ভবিষ্যত দৃঢ় কর,
কর্ম যখন ভাল হবে রোগ জরা যে দূরে যাবে
বুকভরে তবে শ্বাসটি নেব দূরত্ব তা ঘুচে যাবে।
প্রকৃতির করাল থাবা বড়ই কঠিন বিষাদ
এবার যদি মুক্তি মিলে কর্ম হবে নিখাঁদ,
শপথ করে কর্ম ধরে স্তুতি গাব প্রেমের
লোভ লালসা ভুলে গিয়ে জয় হবে মানব জনমের।