ভয় মৃত্যুভয়!


কেমন করে করি জয়?
কি দিবো জবাব!
কি করে পার হবো পুলসিরাত?


বিধুর বিধানে বন্দি!
বিধাতায় করি সন্ধি!


ধীরেধীরে ঘনিয়ে আসছে অন্ধকার।
কেমন করে হবে খেয়া পারাপার?
মাঝ পথে যাই যদি থেমে!
কে টেনে তুলবে আমায় অসময়ে?


কে ডাকবে আমায়?
যখন  হৃদকম্পন থেমে যাবে!
অন্ধকারে সব তলিয়ে যাবে।
অসাড় হয়ে পড়ে রবে নিথর দেহ মাটির বিছানায়।


যখন নামটি সবাই ভুলে,
এই লাশটি বলে,
মাটি খুঁড়ে চাপা দিয়ে আসবে চলে।
কে রবে  তখন পাশে?
কে আসবে তখন একটিবার আদর মাখিয়ে ডাকতে?


ভালবাসার মানুষটি আজ বারবার চায় দেখতে,
সে কি তখন আসবে?
মাটি খুঁড়ে দেখবে?


মৃত্যু ভয়!
কি করে করি জয়?
কি করে পাবো ছাড়?
পাপে তাপে একাকার।


০৮:৫২ পিএম
২৭/১২/২০১৬